এবার সাংসদদের শব্দের ব্যবহার নিয়ে সক্রিয় বিজেপি সরকার (BJP)। লোকসভা ও রাজ্যসভা অধিবেশন (Perliament Session) চলাকালীন বেশ কিছু শব্দের ব্যবহার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিষেধাজ্ঞা জারি করেছে লোকসভা সচিবালয়।
বুধবার এই সমস্ত অসংসদীয় শব্দের একটি তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকায় আছে, লজ্জাজনক, নির্যাতন, বিশ্বাসঘাতকতা, নাটক, দুর্নীতিগ্রস্ত, অযোগ্য, ভন্ডামি- এই সব শব্দ। সংসদের অধিবেশনে তানাশাহি, খলিস্তানি, বিনাশপুরুষ, নৈরাজ্যবাদী, শকুনি, জয়চাঁদ- এই সব শব্দের ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। তালিকায় স্থান পেয়েছে জুমলাবাজি, কোভিড স্প্রে়ডার, খুন সে ক্ষেতি, স্নুপগেট-এর মতো আরও কিছু শব্দ। উল্লেখ্য, এর মধ্যে একাধিক শব্দবন্ধ বিরোধীরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অতীতে বিভিন্ন ইশ্যুতে ব্যবহার করেছেন।
আরও পড়ুন: তদন্তের স্বার্থে এবার বডি ক্যামেরা ব্যবহারের নির্দেশ লালবাজারের
১৮ জুলাই থেকে শুরু হচ্ছে বাদল অধিবেশন। তার আগে সাংসদের জন্য প্রকাশিত পুস্তিকায় এই সব শব্দের ব্যবহার নিয়ে সতর্ক করা হয়েছে।