হাসপাতালে ভর্তি কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী (Sonia Gandhi)। দিল্লির শ্রী গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। সূত্রের খবর, রুটিন চেকের জন্য ভর্তি করা হয়েছে তাঁকে।
মঙ্গলবার উত্তরপ্রদেশে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra)। সেই যাত্রায় উপস্থিত থাকার কথা ছিল প্রিয়াঙ্কার। কিন্তু মায়েক অসুস্থতায় দিল্লিতেই থেকে গিয়েছেন তিনি। মায়ের সঙ্গে হাসপাতালে থাকছেন প্রিয়াঙ্কা।
আরও পড়ুন: বঙ্গে ১২ দিন ভেসে থাকবে ‘গঙ্গা বিলাস’, জলপথে কলকাতা-ঢাকা, সূচনা করবেন প্রধানমন্ত্রী
সূত্রের খবর, শ্বাসযন্ত্রের সংক্রমণ নিয়ে কিছু শারীরিক জটিলতায় ভুগছেন সনিয়া গান্ধী। মঙ্গলবার থেকেই অসুস্থ বোধ করছিলেন। প্রসঙ্গত, গত জুন মাসে কোভিডে আক্রান্ত হন সনিয়া গান্ধী। এরপর অগাস্ট মাসে ফের কোভিড আক্রান্ত হন সোনিয়া। সেই সময় তাঁর কোভিড আক্রান্ত হওয়ায়, ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডির দফতরে হাজিরাও পিছিয়ে যায়।