ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীকে ইডির জিজ্ঞাসাবাদ ঘিরে উত্তাল দিল্লি। সোম ও মঙ্গলবারের পর বুধবারও রাহুল গান্ধীকে জেরা করছে ইডি। তাই নিয়ে ফের প্রতিবাদ কংগ্রেস কর্মীদের। কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর অভিযোগ,দফতরে ঢুকে মারধর করেছে দিল্লি পুলিশ। এই ঘটনাকে 'গণতন্ত্রের হত্যা' বলে বর্ণনা করেছেন বহরমপুরের সাংসদ। অভিযোগ, কংগ্রেস দফতরের সব ঢোকার দরজা বন্ধ করে দিয়েছে পুলিশ।
রাহুল গান্ধীকে ইডির জিজ্ঞাসাবাদ নিয়ে বুধবারও বিরোধিতা করেন অধীর চৌধুরী, কেসি বেণুগোপাল, ভূপেশ বাঘেল, অজয় মাকেন, গৌরব গগৈয়ের মতো কংগ্রেসের শীর্ষ নেতারা। বিজেপি ও পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তাঁরা। এদিকে ইডি দফতরের বাইরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ রাহুল অনুরাগীদের। অভিযোগ, কংগ্রেসের একাধিক কর্মীকে আটক করেছে পুলিশ। সংসদে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেস। বিক্ষোভের জেরে রাজধানীর কিছু অংশে যান চলাচল স্তব্ধ হয়ে গিয়েছে।
আরও পড়ুন: ১০৪ ঘণ্টার অপারেশনে উদ্ধার রাহুল, ছত্তিশগড়ে গভীর কুয়োতে কিশোরের সঙ্গী সাপ-ব্যাঙ
বুধবার সকাল ১১টা ৩৫ মিনিট পর্যন্ত ইডি দফতরে পৌঁছন রাহুল গান্ধী। গত ২দিন ধরে তাঁকে ন্যাশনাল হেরাল্ড মামলায় জিজ্ঞাসাবাদ করছে ইডি। এই ঘটনায় উত্তাল রাজধানী। মঙ্গলবার রাহুল গান্ধীকে প্রায় ১১ ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদ করা হয়। রাহুল গান্ধীর রেকর্ড বয়ান করা হচ্ছে বলেও খবর।