মঙ্গলবার বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী (Presdinetial Candidate) ঘোষণার কিছুক্ষণের মধ্যেই চমক দেয় বিজেপি (BJP)। রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএর প্রার্থী হিসেবে আদিবাসী নেত্রী দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) নাম ঘোষণা করে তারা। আর এই ঘোষণার পরই দ্রৌপদীর নিরাপত্তা বাড়ানো হয়েছে। জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে তাঁকে। তবে মঙ্গলবার রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার কয়েক ঘণ্টা পরেই বুধবার সকালে ময়ূরভঞ্জের রায়রাংপুরে জগন্নাথ মন্দিরে যান দ্রৌপদী। সেখানে পুজো দিয়ে যান শিবমন্দিরে। সেই মন্দির চত্বর নিজের হাতে ঝাঁটা দিয়ে পরিষ্কার করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো মুহূর্তে ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার বিজেপির পরিষদীয় দলের বৈঠকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে বেছে নেওয়া হয় দ্রৌপদীকে। তাঁকে যে রাষ্ট্রপতি পদে বেছে নেবে দল,তা ভাবতে পারেননি দ্রৌপদী মুর্মু নিজেই। তিনি জানান, "সত্যিই আশ্চর্য হয়ে গিয়েছি। বিশ্বাস করতে পারছি না, এমনটা হয়েছে। এর জন্য আমি কৃতজ্ঞ। পদে এলে সংবিধান মেনেই দায়িত্ব পালন করব।"
আরও পড়ুন: বগটুই কাণ্ডে প্ররোচনার অভিযোগ আনারুলের বিরুদ্ধে, চার্জশিটে জানাল CBI
উল্লেখ্য, ১৯৫৮ সালে ওড়িশার এক আদিবাসী গ্রামে জন্ম দ্রৌপদীর। প্রথমে পেশায় শিক্ষিকা ছিলেন তিনি। ১৯৯৭ সালে রাজনৈতিক জীবন শুরু হয় তাঁর। রায়রাংপুরের জেলা বোর্ডের কাউন্সিলর হন তিনি। এরপর ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসেবে কাজ করেন মুর্মু। এদিকে বিরোধী জোটের প্রার্থী হয়েছেন অভিজ্ঞ বর্ষীয়ান রাজনীতিবিদ যশবন্ত সিনহা। তবে অংকের বিচারে বয়সে ও অভিজ্ঞতায় নবীন দ্রৌপদীর দিকেই পাল্লা ভারী।