পিছিয়ে গেল পঞ্জাবের বিধানসভা নির্বাচন (Punjab Assembly Election)। ১৪ ফেব্রুয়ারির বদলে ২০ ফেব্রুয়ারি হবে ভোটগ্রহণ। সোমবার ভোটের নয়া দিনঘোষণা করল নির্বাচন কমিশন (Election Commission)। ভোট পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী চরনজিৎ সিং চান্নি। তাঁর আবেদন মেনে পিছিয়ে দেওয়া হয়েছে ভোটগ্রহণ।
৮ জানুয়ারি উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, মণিপুর ও গোয়ার নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি ঘোষণা করে নির্বাচন কমিশন। তখন কোনও আপত্তি করেনি কংগ্রেস। পঞ্জাবের মুখ্যমন্ত্রী সেই সিদ্ধান্তকে স্বাগত জানান। কিন্তু শনিবার ভোটগ্রহণ পিছিয়ে দেওয়ার আবেদন করেন তিনি। পরে একই দাবি জানায় বিজেপিও।
আরও পড়ুন: গোয়ায় তৃণমূলের জোট প্রস্তাবে সাড়া দেয়নি কংগ্রেস, টুইটারে দাবি মহুয়ার
১৬ ফেব্রুয়ারি পঞ্জাবের দলিত শিখদের ধর্মগুরু রবিদাসের জন্মজয়ন্তী। বেনারসে তীর্থ করতে যাবেন প্রায় ২০ লক্ষ দলিত শিখ। ১৪ ফেব্রুয়ারি ভোট হলে তারা গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হবেন। নির্বাচন কমিশনের কাছে তাই ভোট পিছিয়ে দেওয়ার আবেদন করা হয়। পঞ্জাবের মুখ্যমন্ত্রী নিজেও এই দলিত শিখ সম্প্রদায়ের নেতা। আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে হলে ৩২ শতাংশ দলিত ভোট পেতেই হবে কংগ্রেসকে।