ন্যাশনাল হেরাল্ড মামলায় মঙ্গলবার কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীকে (Sonia Gandhi) ফের জেরা করে ইডি (ED)। দিল্লির ইডির দফতরে এদিন তাঁর জেরা শুরু হতে ক্ষোভে ফেটে পড়েন কংগ্রেসের (Congress) নেতাকর্মীরা। সংসবদ ভবনের বাইরে কংগ্রেসের বিক্ষোভ প্রদর্শনে শামিল হন সনিয়া পুত্র রাহুল (Rahul Gandhi) সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিক্ষোভস্থল থেকে রাহুল সহ একাধিক নেতানেত্রীকে পুলিশ আটক করেছে বলে জানা গিয়েছে।
এদিন সংসদে বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের সঙ্গে দেখা করেন কংগ্রেস সাংসদরা। সেখানে ঠিক করা হয়, সনিয়া গান্ধীকে জেরার প্রতিবাদে ইডি দফতর পর্যন্ত প্রতিবাদ মিছিল করবে কংগ্রেস। কিন্তু বিজয় চকেই তাঁদের আটকে দেয় পুলিশ। পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় কংগ্রেস নেতাদের।
আরও পড়ুন : যৌথ সম্পত্তি সম্পর্ক থাকার প্রমাণ নয়, আদালতে দাবি পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর
কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, "পুলিশের অনুমতি নিয়েই আমরা প্রতিবাদ মিছিল করছি। বিরোধীদের নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ। আমাদের দমানোর চেষ্টা করা হচ্ছে। আমরা ভয় পাই না। লড়াই জারি থাকবে।"