২ সপ্তাহ পর সামনে এল রিপোর্ট। যান্ত্রিক ত্রুটি নয়, কর্মীদের ভুলেই (Human Error) ভারতের মিসাইল (Indian Missile) ভুলবশত পাকিস্তানে (Pakistan) গিয়ে পড়ে। এমনটাই জানিয়েছে, সংবাদসংস্থা পিটিআই।
এই ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। পিটিআই সূত্রে খবর, তদন্তকারী টিম এই ঘটনায় গ্রুপ ক্যাপটেন ও অন্য অফিসিয়ালদের গাফিলতি খতিয়ে দেখে। ৯ মার্চ ঘটনাটি ঘটে। মাত্র ২ দিন পরেই ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়, দৈনিক পরিচর্যার সময় যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনাটি হয়েছে। এই ঘটনার জন্য দুঃখপ্রকাশও করা হয়। কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়, এতে কোনও প্রাণহানি হয়নি, এটাই স্বস্তির।
আরও পড়ুন: সংসদে উঠল রামপুরহাট, রাষ্ট্রপতি শাসনের দাবি বিজেপির, অমিত শাহের কাছে তৃণমূল
পরে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানান, ভারতের মিসাইল সিস্টেম নির্ভরযোগ্য ও সুরক্ষিত। মিসাইলের নিরাপত্তা ও প্রোটোকল সবদিক থেকে মজবুত। পাকিস্তান সেনাবাহিনীর দাবি, ভারতের মিসাইল পাকিস্তানের আকাশসীমা পেরিয়ে ১২০ কিলোমিটার পর্যন্ত ঢোকে। মিয়া চানুর কাছে এই মিসাইলটি মাটিতে আছড়ে পড়ে।