উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে (UP Election 2022) সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের (Akhilesh Yadav)আমন্ত্রণে লখনউ যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বিকেলে দমদম বিমানবন্দর থেকে লখনউয়ের (Lucknow) উদ্দেশে রওনা হন তিনি। তৃণমূল সূত্রে খবর, অখিলেশ যাদবের সঙ্গে মঙ্গলবার যৌথ সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "সমাজবাদী পার্টির পক্ষে বিধানসভা ভোটে প্রচার করতে উত্তরপ্রদেশ যাচ্ছি। অখিলেশ আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি চাই, উত্তরপ্রদেশ থেকে বিজেপি বিদায় নিক।"
আরও পড়ুন: এক ফ্রেমেই দোয়া আর প্রার্থনা! সুরসম্রাজ্ঞীকে শেষ শ্রদ্ধা শাহরুখের, আবেগাপ্লুত দেশ
উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে প্রার্থী দেবে না তৃণমূল। বিজেপিকে হারানোর লক্ষ্যে সমাজবাদী পার্টির নেতৃত্বে জোটকে সব আসনেই সমর্থন করবে দল। গত ২৮ জানুয়ারি সমাজবাদী পার্টির পক্ষ থেকে কালীঘাটে এসেছিলেন কিরণময় নন্দ। তখনই জানা যায়, ৮ ফেব্রুয়ারি লখনউতে এসপি-র দফতরে যৌথভাবে ভার্চুয়াল সভা ও সাংবাদিক বৈঠক করবেন। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারণসিতেও সাংবাদিক বৈঠক ও ভার্চুয়াল সভা করার কথা অখিলেশ যাদব ও মমতা বন্দ্যোপাধ্যায়ের।