উত্তরপ্রদেশ নির্বাচনের প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের (Akhilesh Yadav) আমন্ত্রণে লখনউ যান তিনি। গঙ্গায় লাশ ভাসানো নিয়ে যোগী সরকারের নিন্দা করেন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার ভার্চুয়াল সভা থেকে উন্নাও (Unnao) ও হাথরস কাণ্ড (Hathras Case) নিয়েও বিজেপি সরকারকে কটাক্ষ করেন তিনি।
এদিন লখনউর সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "উত্তরপ্রদেশের কোভিড সংক্রমণে (Covid 19) যাঁদের মৃত্যু হয়েছিল, তাঁদের লাশ সৎকার না করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। যোগীজির সরকার সেই সব মানুষের মৃতদেহও সৎকার করেনি। নদীতে ভাসিয়ে দায় সেরেছিল। সেই সব লাশ নদীতে ভেসে এসেছিল বাংলায়। বাংলার সরকার পূর্ণ মর্যাদায় সেই সব লাশের সৎকার করেছে। আমরা কারও অমর্যাদা করি না।"
শুধু কোভিড নিয়ে নয়, উন্নাও বা হাথরসের ঘটনা নিয়েও মুখ খুলেছেন তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সভা থেকে যোগী সরকারকে কটাক্ষ করে বলেন, "কী হয়েছিল হাথরসে? কী হয়েছিল উন্নাওতে? সেখানে গরীব মেয়েদের নির্যাতন করে মারা হয়েছিল। এখনও তাঁরা বিচার পাননি কেন! যোগীজির রাজত্বে কি মহিলারা বিচার পান না!" তৃণমূল নেত্রী বলেন, "আপনারা উত্তরপ্রদেশের মা-বোনরা এবার অখিলেশকে সমর্থন করে সরকার বদল করুন। আপনারা সম্মান পাবেন। আপনারা সম্মান পাবেন। আমি কথা দিয়ে দিচ্ছি। অখিলেশ আপনাদের জন্য কাজ করবে। উত্তরপ্রদেশে যোগীরাজ শেষ হলে,বিজেপি দেশ থেকে শেষ হবে।"
প্রসঙ্গত, বাংলার বিধানসভা ভোটের আগে নন্দীগ্রামে এসে প্রচার করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। লখনউতে এসে তারই যেন পালটা জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।