Mamata Banerjee: 'সৎকার না করে লাশ ভাসিয়েছেন গঙ্গায়', লখনউ থেকে যোগী সরকারকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের

Updated : Feb 08, 2022 17:36
|
Editorji News Desk

উত্তরপ্রদেশ নির্বাচনের প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের (Akhilesh Yadav) আমন্ত্রণে লখনউ যান তিনি। গঙ্গায় লাশ ভাসানো নিয়ে যোগী সরকারের নিন্দা করেন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার ভার্চুয়াল সভা থেকে উন্নাও (Unnao) ও হাথরস কাণ্ড (Hathras Case) নিয়েও বিজেপি সরকারকে কটাক্ষ করেন তিনি।

এদিন লখনউর সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "উত্তরপ্রদেশের কোভিড সংক্রমণে (Covid 19) যাঁদের মৃত্যু হয়েছিল, তাঁদের লাশ সৎকার না করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। যোগীজির সরকার সেই সব মানুষের মৃতদেহও সৎকার করেনি। নদীতে ভাসিয়ে দায় সেরেছিল। সেই সব লাশ নদীতে ভেসে এসেছিল বাংলায়। বাংলার সরকার পূর্ণ মর্যাদায় সেই সব লাশের সৎকার করেছে। আমরা কারও অমর্যাদা করি না।"

শুধু কোভিড নিয়ে নয়, উন্নাও বা হাথরসের ঘটনা নিয়েও মুখ খুলেছেন তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সভা থেকে যোগী সরকারকে কটাক্ষ করে বলেন, "কী হয়েছিল হাথরসে? কী হয়েছিল উন্নাওতে? সেখানে গরীব মেয়েদের নির্যাতন করে মারা হয়েছিল। এখনও তাঁরা বিচার পাননি কেন! যোগীজির রাজত্বে কি মহিলারা বিচার পান না!" তৃণমূল নেত্রী বলেন, "আপনারা উত্তরপ্রদেশের মা-বোনরা এবার অখিলেশকে সমর্থন করে সরকার বদল করুন। আপনারা সম্মান পাবেন। আপনারা সম্মান পাবেন। আমি কথা দিয়ে দিচ্ছি। অখিলেশ আপনাদের জন্য কাজ করবে। উত্তরপ্রদেশে যোগীরাজ শেষ হলে,বিজেপি দেশ থেকে শেষ হবে।"

প্রসঙ্গত, বাংলার বিধানসভা ভোটের আগে নন্দীগ্রামে এসে প্রচার করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। লখনউতে এসে তারই যেন পালটা জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata BanerjeeUnnaoHathras CaseAkhilesh YadavSP-BSPUP Election 2022COVID 19BJPYogi Adiyanath

Recommended For You

editorji | ভারত

Mumbai News : বাঁক খেতে গিয়ে ফেরিতে ধাক্কা, মুম্বইয়ে ভাইরাল নৌ-সেনার স্পিড বোটের ভিডিও

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর

editorji | ভারত

One Nation One Vote : কেমন হবে ভোট দানের চরিত্র, সিদ্ধান্ত এবার JPC-র কোর্টে

editorji | ভারত

ABHA Card: স্বাস্থ্য পরিষেবা নিয়ে এবার বিশেষ অ্যাকাউন্ট, লিঙ্ক করতে হবে আধার

editorji | ভারত

Fake International Call: আন্তর্জাতিক নম্বর থেকে ভুয়ো কল! হোয়াটসঅ্যাপে স্প্যাম থেকে বাঁচতে কী করবেন