নির্বাসিত ভারতীয় কুস্তি সংস্থা। ভারতীয় কুস্তিগিররা বিপদে। এই খারাপ পরিস্থিতির জন্য মোদী সরকারকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতে জাতীয় সংস্থায় ঠিক সময় নির্বাচন না করানোয়, নির্বাসিত করা হয়েছে তাঁদের। অলিম্পিক্স বা বিশ্ব চ্যাম্পিয়নশিপে দেশের পতাকা ছাড়াই নামতে হবে কুস্তিগিরদের।
বৃহস্পতিবার এই নিয়ে টুইট করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, "ভারতের রেসলিং ফেডারেশনকে নির্বাসিত করেছে বিশ্ব কুস্তি সংস্থা। এই ঘটনায় স্থম্ভিত। গোটা দেশের কাছে অপমানজনক। আমাদের কুস্তিগিরদের সম্মান ধুলোয় মিশিয়ে দিল কেন্দ্র। নির্লজ্জ, অহঙ্কারী, উদ্ধত একটা সরকার।" শুধু তাই নয়, কেন্দ্র ও বিজেপির নারীবিদ্বেষ নিয়েও সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কয়েকমাস আগেই ভারতীয় কুস্তি সংস্থা ভেঙে দেওয়া হয়। সংস্থার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগিরদের উপর শারীরিক নির্যাতনের অভিযোগ ছিল। তিনি অভিযুক্ত হওয়ায় আগের কমিটি ভেঙে দেওয়া হয়। বুধবার রাতে অ্যাড-হক প্যানেলকে নির্বাসনের ব্যাপারে জানিয়ে দেওয়া হয়।