সোমবার ৩ দিনের মেঘালয় সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২০২৩ সালে উত্তর-পূর্বে ত্রিপুরা ও মেঘালয়ে বিধানসভা নির্বাচন। দুই রাজ্যেই ভোটে প্রার্থী দিতে চায় রাজ্যের শাসক দল। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর তারই প্রস্তুতি বলে মনে করছে রাজনৈতিক মহল। এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সফরে দেখা যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)।
ত্রিপুরার পুরসভা নির্বাচনে যোগ দিলেও বিধানসভায় কখনও লড়াই করেনি তৃণমূল। এদিকে মেঘালয়ে নির্বাচনে না লড়লেও প্রধান বিরোধী দল তৃণমূলই। কংগ্রেসের ১১ জন বিধায়ক সম্প্রতি তৃণমূলে যোগ দিয়েছেন। তাই সফর বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এবার মেঘালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রথম সফরসঙ্গী হিসেবে দেখা যাবে তাঁকে। অভিষেকের সঙ্গে এই সফরে থাকবেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইযা।
আরও পড়ুন: কলকাতায় আসছেন অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে প্রস্তুতি বৈঠক নবান্নের
দলের পক্ষ থেকে মঙ্গলবারের কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, শিলংয়ের স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে তৃণমূলের রাজ্য সম্মেলন হবে। সেখানে থাকবেন মেঘালয় তৃণমূলের রাজ্য সভাপতি চার্লস পাইনগ্রোপে ও বিধানসভার দলনেতা মুকুল সাংমা। আরও একটি সামাজিক অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা তাঁদের।