রামপুরহাট কাণ্ডে (Rampurhat) তদন্তের দাবি জানিয়ে বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে (Nagendra Nath Tripathi) চিঠি পাঠাল জাতীয় শিশু অধিকাররক্ষা কমিশন (National Child Right Commission)। চিঠিতে জানানো হয়েছে, তদন্তের কী পদক্ষেপ হল, তিনদিনের মধ্যে সেই রিপোর্ট কমিশনকে জানাতে পারে বীরভূম পুলিশ।
মঙ্গলবার রাতে পুলিশ সুপারকে (Birbhum PS) চিঠি পাঠিয়ে কমিশন জানিয়েছে, শাসকদলের ইন্ধনে রাজ্যে সামাজিক ও রাজনৈতিক গৃহযুদ্ধ শুরু হয়েছে। শিশু ও মহিলাদের অধিকার খর্ব করা হয়েছে বলেও দাবি করা হয়েছে চিঠিতে। তাই এই স্বতঃপ্রণোদিত নোটিস দিয়েছে কমিশন। রামপুরহাট কাণ্ডে শিশু অধিকাররক্ষা কমিশনের কাছে অভিযোগ জমা পড়েছে বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে। কমিশনের দাবি, অভিযোগ অনুযায়ী শাসকদলের দুষ্কৃতীরা একাধিক বাড়িতে অগ্নিসংযোগ করেছে। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে শিশু ও মহিলাদেরও। তাঁদের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে নিরপেক্ষ তদন্ত হোক, দাবি কমিশনের।
আরও পড়ুন: মন্ত্রী ফিরহাদের সামনে ভাদু খুনের তদন্তে পুলিশের উপর অনাস্থা নিহতের স্ত্রী
কমিশনের আর্জি, তদন্তে কী পদক্ষেপ করা হল, তিন দিনের মধ্যে কমিশনকে জানানো যেতে পারে।