বন্যা হোক, বা ঘূর্ণিঝড়। বা কোভিডের মতো ভয়ঙ্কর পরিস্থিতি। মানুষের পাশে সব সময় ছিলেন অভিনেতা সাংসদ দেব (Dev)। এবার সেই কাজেরই স্বীকৃতি পেলেন তিনি। মঙ্গলবার সংসদের স্পিকার ওম বিড়লা (Om Birla) মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংবর্ধনা দেন দেবকে। টুইট করে লোকসভার অধ্যক্ষকে ধন্যবাদও জানালেন তিনি।
এদিন টুইট করে দেব বলেন, "আজ এই সম্মান তিনি পেয়েছে। মাননীয় স্পিকারকে ধন্যবাদ।" তিনি জানান, "মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, সাংসদ হিসেবে নয়।" সহকর্মী, সংসদের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: প্রয়াত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, থেকে গেল 'চিরদিনের গান'
কোভিডের সময় ডেবরার এমপি অফিসে কোভিড রিলিফ সেন্টার করেছিলেন সাংসদ দেব। সেখানে কোভিড আক্রান্তের চিকিৎসার পাশাপাশি বেডের ব্যবস্থাও করা হয়। এছাড়া নিজের কেন্দ্রের মানুষের সুবিধার্থে পাশে দাঁড়ান তিনি। কলকাতায় তাঁর রেস্টুরেন্ট থেকে অনেক দরিদ্র পরিবারে খাবার পৌঁছে দেয় তাঁর টিম। এসবেরই স্বীকৃতি পেলেন তিনি।