তিন রাজ্যে জয়ে বিজেপির কর্মী-সমর্থকদের শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)। ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডে বিজেপি ও বিজেপি জোটপ্রার্থীদের জয়ের জন্য মানুষকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর।
বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির বিজেপির সদর দফতরে (BJP Headl Quarter) আসেন নরেন্দ্র মোদী। তিন রাজ্যের মানুষকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, "উত্তর পূর্ব দিল্লি থেকে দূরে নয়। 'দিল থেকেও দূরে নয়।" এদিন প্রধানমন্ত্রী বলেন, "উত্তর পূর্বাঞ্চলের বিজেপি কর্মীরা অনেক ভাল কাজ করেছে। মানুষ বিজেপিকে আশীর্বাদ করেছেন।"
আরও পড়ুন: সংখ্যালঘু ভোটাররা তৃণমূলের সঙ্গ ছাড়ছেন, দাবি সুকান্ত মজুমদারের
বিজেপি যে উত্তর পূর্বের মানুষের মন জয় করতে পেরেছে, এটাই বড় জয়, জানান মোদী। বিজেপিকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি কংগ্রেসকে খোঁচাও দেন তিনি। মোদী বলেন, কংগ্রেস উত্তর পূর্বকে ATM-এ পরিণত করেছে। প্রধানমন্ত্রীর এদিন দাবি করেন, গোয়া ও উত্তর পূর্বের মতো কেরলেও সরকার গড়বে বিজেপি।