এতদিন রাজনৈতিক দলের (Political Party) দায়িত্ব সামলাছেন। এবার নিজের রাজনৈতিক দল ঘোষণা করতে পারেন ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishore)। এমনটাই জল্পনা রাজনৈতিক মহলে। সোমবার সকালে টুইট করে এমনই ইঙ্গিত দিয়েছেন পিকে। তাঁর ইঙ্গিত, বিহার থেকেই যাত্রা শুরু করতে পারে তাঁর নতুন দল।
সোমবার টুইটারে পিকে লিখেছেন, "গণতন্ত্রের তাৎপর্যপূর্ণ অংশ হয়ে ওঠার পথে আমার যে অন্বেষণ, তা ১০ বছর ধরে চলল। তবে এবার প্রকৃত ঈশ্বর, অর্থাৎ জনতা জনার্দনের দরবারে যাওয়ার সময় এসেছে। গণতন্ত্রকে আরও কাছ থেকে বোঝার সময় এসেছে।"
আরও পড়ুন: আজ তৃণমূলের তৃতীয়বার বঙ্গ জয়ের বর্ষপূর্তি, একবছরে সাফল্য শিলিগুড়ি ও আসানসোল
সরাসরি কোনও রাজনৈতিক দলের ঘোষণা করেননি প্রশান্ত কিশোর। তবে টুইটে একটি নাম উল্লেখ করেছেন তিনি। 'জন সূরয' অর্থাৎ জনতার সূর্য। এই নামের অর্থ মানুষের প্রশাসন। সোমবার টুইটে আরও একটি ইঙ্গিত দিয়েছেন তিনি। যাতে সামনে এসেছে, বিহার থেকেই যাত্রা শুরু করতে পারে তাঁর নতুন দল।
সম্প্রতি প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগ দেওয়ার জল্পনা উঠেছিল। তবে সূত্রের খবর, তৃণমূল ও টিআরএস দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার শর্ত দিয়েছিল কংগ্রেস। পিকে জানান, আইপ্যাক ও তিনি পৃথকসত্তা। তাই সম্পর্ক ছিন্ন করার প্রশ্নই ওঠে না। এদিকে একটি সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ভোটকুশলী হিসেবে তাঁদের সঙ্গেই আছেন পিকে। পিকের ভূমিকা নিয়ে মতপার্থক্য ছিল। কিন্তু এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে, তিনি ভোটকুশলী হিসেবেই কাজ করবেন।