ন্যাশনাল হেরাল্ড মামলায় (National Herald Case) কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীকে (Sonia Gandhi) ফের তলব করল ইডি। মঙ্গলবার দুই দফায় প্রায় ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। সন্ধে সাতটা নাগাদ ইডি দফতর (ED Office) থেকে বেরোন তিনি। বুধবারও ফের তাঁকে তলব করা হয়েছে।
গত ২১ জুলাই প্রথম ইডি দফতরে যান সনিয়া। সেদিনও প্রতিবাদে সামিল হয় কংগ্রেস। মঙ্গলবার কংগ্রেস সভানেত্রীকে ইডির জিজ্ঞাসাবাদের প্রতিবাদে পথে নামে কংগ্রেস। সনিয়া পুত্র রাহুল গান্ধীর (Rahul Gandhi) নেতৃত্বে প্রতিবাদ করেন শীর্ষনেতারা। বিজয় চকে কংগ্রেস সাংসদদের আটক করে দিল্লি পুলিশ। বুধবার ফের সনিয়াকে তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি।
আরও পড়ুন: 'বাঘের রাজ্যে' সবচেয়ে বেশি বাঘের মৃত্য়ু, তালিকায় নেই বাংলার নাম
মঙ্গলবার ইডি দফতরে প্রথমে তাঁকে আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর মধ্যাহ্নভোজের বিরতি নিয়ে বাড়ি ফেরেন সনিয়া। তারপর ফের ইডি আধিকারিদের মুখোমুখি হন তিনি। সনিয়ার সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী।