রাজ্যে তিন জেলায় দু’টি বিস্ফোরণ-সহ সাম্প্রতিক তিনটি ঘটনার তদন্তের ভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-কে দেওয়ার দাবি জানালেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। মঙ্গলবার এই দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) চিঠি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।
সোমবার গভীর রাতে মুর্শিদাবাদ জেলার ডোমকলের ৩ নম্বর ওয়ার্ডে বঘারপুর রমনার মণ্ডলপাড়া এলাকায় একটি পাটের ক্ষেতে বোমা বিস্ফোরণ হয়। ঘটনায় সিরাজুল শেখ নামে স্থানীয় এক যুবকের মৃত্যু হয়। আহত হন আরও ৩ জন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে শুরুতেই ডোমকলের ঘটনাটি উল্লেখ করেন বিজেপি বিধায়ক শুভেন্দু।
আরও পড়ুন: নম্বর বাড়ানোর ক্ষেত্রে বৈষম্য হয়েছিল, আদালতে স্বীকার প্রাথমিক শিক্ষা পর্ষদের
গত সপ্তাহে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে বিস্ফোরণের ঘটনা ঘটে। তার আগে চলতি বছরের ১৮ জানুয়ারি, মুর্শিদাবাদের বেলডাঙার বেনাদহ গ্রামে বিস্ফোরণে ইয়াসউদ্দিন শেখ মানে একজনের মৃত্যু হয়। আহত হন ৫ জন। সবকটি ঘটনা নিয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে NIA তদন্ত চেয়েছেন বিরোধী দলনেতা।