২০২৩ সালে মেঘালয়ে বিধানসভা নির্বাচন। দিনক্ষণ ঘোষণা হয়নি। এরই মধ্যে ভোটের দামামা বাজিয়ে দিল তৃণমূল। ৬০ আসনের মধ্যে ৫২টি আসনের প্রার্থী দিয়েছে তাঁরা। এর মধ্যে ৫টি আসনে মহিলা প্রার্থী। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব তাড়াতাড়ি বাকি কেন্দ্রেও প্রার্থী দেবে তৃণমূল।
তৃণমূলের মেঘালয়ের রাজ্য সভাপতি চার্লস পিংরোপ ও মেঘালয়ের তৃণমূলের পরিষদীয় দলনেতা মুকুল সাংমা এই প্রার্থী তালিকা প্রকাশ করেন। পিংরোপ জানান, "অনেকগুলি দিক পর্যালোচনা করে ও দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করে এই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে।"
আরও পড়ুন: দমদম বিমানবন্দরে মদ বিক্রি করবে রাজ্য, কবে থেকে খুলবে জেনে নিন
৫২টি আসনের মধ্যে দুটি বিধানসভা কেন্দ্র থেকে লড়বেন মুকুল সাংমা। তিনি জানান, মেঘালয়ের মানুষ রাজ্যের ভবিষ্যত সুনিশ্চিত করার কথা ভাববেন। সাধারণ মানুষের দাবি নিয়ে তাঁরা লড়বেন। মানুষের কাছে পৌঁছে যাবেন।