মহারাষ্ট্রে রাজনৈতিক সংকটের মধ্যেই এবার কোভিডে আক্রান্ত মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (CM Uddhav Thackray) ও রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারি (Bhagat Singh Koshiwary)। বুধবার মন্ত্রিসভার বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত থাকার কথা উদ্ধবের। অন্যদিকে কোভিডে আক্রান্ত (Covid 19 Affection) হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রাজ্যপাল। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, এদিন মন্ত্রিসভার বৈঠকের পরই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার সম্ভাবনা উদ্ধব ঠাকরের।
এদিন কংগ্রেস নেতা কমল নাথ উদ্ধব ঠাকরের কোভিড আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন। উল্লেখ্য, একনাথ শিন্ডের নেতৃত্বে একাধিক বিধায়ক বিদ্রোহ করায় কংগ্রেস, শিবসেনা ও এনসিপি জোটের সরকার সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে। তাই ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব।
আরও পড়ুন: গুজরাট ছেড়ে এবার আসামে ঘাঁটি বিক্ষুব্ধ শিবসেনা বিধায়কদের, কী লেখা আছে আগাড়ি সরকারের ভাগ্যে?
এদিকে, শিবসেনার দলত্যাগী নেতা একনাথ শিন্ডে জানিয়েছেন, মহারাষ্ট্রের ৪৬ জন বিধায়ক তাঁর সঙ্গে আছেন। তাঁর দাবি, তিনি বালাসাহেব ঠাকরের হিন্দুত্ববাদী মতবাদে বিশ্বাসী এবং তাঁর সঙ্গে থাকা প্রত্যেক বিধায়ক সেই পথেই থাকবেন। উল্লেখ্য, মহারাষ্ট্র বিধানসভায় মোট ৫৬ জন বিধায়ক আছে শিবসেনার।