বুধবার উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের চতুর্থ পর্যায়ের ভোট। ৫৯টি আসনে ভোটগ্রহণ। সোমবার প্রচার শেষ হয়েছে। এদিন পিলভিট, লখিমপুর খেরি, সীতাপুর, হরদোই, উন্নাও, লখনউ, রায়বেরিলি, বান্দা, ফতেপুর জেলার ৫৯টি বিধানসভা আসনের ভোটগ্রহণ। চতুর্থ দফার ভোটে লড়াইয়ের ময়দানে রয়েছেন ৬২৪ জন প্রার্থী।
২০১৭ বিধানসভা নির্বাচনে এই ৫৯টি আসনের মধ্যে ৫১টিতে জয়ী হয়েছিল বিজেপি। বিএসপি ৩, সমাজবাদী পার্টি ৪ ও বিজেপির শরিক আপনা দল-সোনেলাল একটি আসন জিতেছিল। সমস্ত রাজনৈতিক দলগুলি সর্বশক্তি দিয়ে প্রচার করেছিল। নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি বিজেপির আক্রমণের কেন্দ্র ছিল সমাজবাদী পার্টি। বোমা বিস্ফোরণ মামলায় অভিযুক্তদের সাজা ঘোষণা নিয়ে সমাজবাদী পার্টির বিরুদ্ধে আক্রমণ করে।
আরও পড়ুন: বজরং দল কর্মী হত্যার ঘটনায় গ্রেফতার ৬, প্রত্যেকের বিরুদ্ধেই রয়েছে অপরাধের রেকর্ড
চতুর্থ দফা ভোটের বিরোধীদের আক্রমণের কেন্দ্রবিন্দু লখিমপুর খেরি। সমাজবাদী পার্টির জোট জনসভাগুলোতে তিন দফার নির্বাচনে জোটের প্রতি জোরদার সমর্থনের দাবি করেছেন। অখিলেশ যাদবের মতে, এবারের ভোটে বিজেপির ঐতিহাসিক পরাজয় হবে।