টাকার বিছানায় বিশ্রাম নিচ্ছেন নেতা। তাঁর নাম বেঞ্জামিন বসুমাতারি। যিনি আবার বিজেপির শরিক ইউনাটেড পিপলস লিবারেশন পার্টির নেতা। লোকসভা ভোটের আগে অসমের এই ছবি এখন ভাইরাল। বিভিন্ন সোশাল মিডিয়ায় ঘুরছে এই ছবি। গত কয়েক মাসে এই নেতার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল।
ভিডিওতে দেখা গিয়েছে, খাটের উপরে ৫০০ টাকার নোটের উপর আরাম করে শুয়ে রয়েছেন এই নেতা। তাঁর গায়ের উপরেও ছড়িয়ে রয়েছে টাকা। এই ভিডিও ভাইরাল হতে, তোপের মুখে এখন বেঞ্জামিন।
যদিও এই ভিডিও সামনে আসার পর নিজের দূরত্ব বজায় রেখেছে ইউনাইটেড পিপলস পার্টি। তারা জানিয়েছেন, এই বছরের জানুয়ারি মাসেই দুর্নীতির অভিযোগ বেঞ্জামিনকে বহিষ্কার করা হয়েছে। ফলে এই নেতার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই।