আশঙ্কাই সত্যি হল। ভোটগ্রহণ পর্ব শুরু হতেই IED বিস্ফোরণে কেঁপে উঠল ছত্তিশগড়। ঘটনায় জখম হয়েছেন এক CRPF জওয়ান। ঘটনাটি ঘটেছে সুকমা জেলার এলমাগুন্ডা বুথ সংলগ্ন এলাকায়।
ছত্তিশগড়ের ৯০টি আসনের মধ্যে ২০টি আসনে ভোটগ্রহণ মঙ্গলবার। নির্বাচনের শুরু থেকেই মাওবাদী হামলা নিয়েই সবথেকে বেশি চিন্তায় রয়েছে প্রশাসন। কঠোর নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে। কিন্তু তারই মাঝে IED বিস্ফোরণ হয় এদিন সকালে। ছত্তিশগড়ের পাশাপাশি মিজ়োরামেও ভোটগ্রহণ হচ্ছে। সেখানকার মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা ভোট দিতে গেলেও যান্ত্রিক ত্রুটি থাকার কারণে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হয়নি। ভোট শুরু হতেই টুইটে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এদিকে রেকর্ড সংখ্যক ভোট দেওয়ার জন্য নিজের এক্স হ্যান্ডেলে আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যাঁরা প্রথমবার ভোট দেবেন তাঁদের শুভেচ্ছাও জানিয়েছেন। পাশাপাশি এক্স হ্যান্ডেলে বার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।