শ্রদ্ধা ওয়ালকার খুনে মূল অভিযুক্ত আফতাব পুনাওয়ালার মেহেরৌলির ফ্ল্যাট থেকে ৫ টা ছুড়ি উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার টানা আট ঘণ্টা ধরে আফতাবের পলিগ্রাফ পরীক্ষা চলেছে।
পুলিশের দাবি, হত্যার সময়ে ব্যবহৃত মূল অস্ত্রের খোঁজ পাওয়া যায়নি এখনও। ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া অস্ত্র হত্যার সময় ব্যবহার করা হয়েছিল কিনা, তা জানতে ফরেনসিক পরীক্ষা করা হবে বলে জানিয়েছে পুলিশ।
আট ঘণ্টা ধরে চলা পলিগ্রাফ পরীক্ষায় শ্রদ্ধা ওয়ালকার হত্যার নানা খুটিনাটি নিয়ে বিশদে প্রশ্ন করা হয় আফতাবকে।
Brazil beats Serbia: কাতারে সাম্বার ঝলক, সার্বিয়াকে হারিয়ে দুর্দান্ত শুরু ব্রাজিলের
ইতিমধ্যে দিল্লির এই হাড় হিম করা ঘটনায় রাজনীতির রং লেগেছে। অমিত শাহ ঘটনায় দোষীর কড়া এবং দ্রুত শাস্তির আশ্বাস দিয়েছেন, অন্যদিকে সিপিআইএম এর দাবি, এই হত্যার ঘটনাকে সাম্প্রদায়িক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে।
পুলিশি জেরায় আফতাব স্বীকার করেছেন লিভ-ইন সঙ্গী শ্রদ্ধা ওয়ালকারকে খুন করে দেহ ৩৫ টুকরো করে। খুনের পর ১৮ দিন নিজের ঘরের ফ্রিজেই রাখা ছিল প্রেমিকার দেহের সব টুকরো। তারপর দিল্লির নানা প্রান্তে ছড়িয়ে দেওয়া হয় সেসব।