Mamata Banerjee On PK : তৃণমূলের সঙ্গেই থাকছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর, জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী

Updated : Apr 30, 2022 16:49
|
Editorji News Desk

২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোটকুশলী প্রশান্ত কিশোর তৃণমূল কংগ্রেসের হয়েই কাজ করবেন। এক টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকারে একথা স্পষ্ট করে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে জানিয়ে দিলেন, পিকে তৃণমূলের সঙ্গেই আছেন। ওই সাক্ষাৎকারে মমতা জানান, ‘‘ দলের মধ্যেও তার ভূমিকা নিয়ে মতপ্রার্থক্য ছিল, কিন্তু এটা স্পষ্ট করে দেওয়া হয় যে তিনি ভোটকুশলী হিসাবেই দলে কাজ করবেন।’’ রাজনৈতিক মহলের দাবি, তৃণমূল নেত্রীর এই মন্তব্যে স্পষ্ট আগামী লোকসভা ভোট তো বটেই, এমনকী বিরাট কোনও অঘটন না ঘটলে রাজ্যের পরের বিধানসভা ভোটেও তৃণমূলের সঙ্গী ভোটকুশলী প্রশান্ত কিশোর।

দিন কয়েক আগে প্রশান্ত কিশোর কংগ্রেসের যোগ নিয়ে জোর জল্পনা চলছিল। বিশেষ করে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী ভোটকুশলী প্রশান্ত কিশোরকে কংগ্রেসে টানতে মরিয়া ছিলেন। বাংলার বিধানসভা ভোটের ফল দেখে সনিয়া বুঝতে পেরেছিলেন দিল্লির মসনদ থেকে মোদী সরকারকে হঠাতে হলে পিকে-র মতোই মগজের প্রয়োজন। কিন্তু সনিয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন প্রশান্ত কিশোর।

গত বুধবার টুইট করে পিকে জানিয়েছিলেন, কংগ্রেসের পক্ষ থেকে তাঁকে দলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। তিনি খোলামেলা কাজ চেয়েছিলেন কংগ্রেস কাছে। কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে তাঁকে ‘এমপাওয়ারড অ্যাকশন গ্রুপ’- এর অংশ হিসাবে দলে যোগদানের প্রস্তাব দেয় যা তিনি প্রত্যাখ্যান করেন। কংগ্রেস নেতৃত্বের একাংশ তাঁর ‘আদর্শগত’ দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তোলেন। তাঁদের যুক্তি ছিল, তেলেঙ্গানার শাসকদল এবং তৃণমূলের সঙ্গে প্রশান্তর সংস্থা আইপ্যাক চুক্তিবদ্ধ। তাহলে কী করেন তিনি দলের পুনরুত্থানের জন্য কাজ করবেন।

prasant kishoreTMCMamara Banerjee

Recommended For You

editorji | ভারত

Mumbai News : বাঁক খেতে গিয়ে ফেরিতে ধাক্কা, মুম্বইয়ে ভাইরাল নৌ-সেনার স্পিড বোটের ভিডিও

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর

editorji | ভারত

One Nation One Vote : কেমন হবে ভোট দানের চরিত্র, সিদ্ধান্ত এবার JPC-র কোর্টে

editorji | ভারত

ABHA Card: স্বাস্থ্য পরিষেবা নিয়ে এবার বিশেষ অ্যাকাউন্ট, লিঙ্ক করতে হবে আধার

editorji | ভারত

Fake International Call: আন্তর্জাতিক নম্বর থেকে ভুয়ো কল! হোয়াটসঅ্যাপে স্প্যাম থেকে বাঁচতে কী করবেন