সময়মতো পৌঁছতে পারল না অ্যাম্বুলেন্স। তাই রাস্তার ধারেই প্রসব করতে বাধ্য হলেন তেলেঙ্গানার এক গর্ভবতী মহিলা। এমনকি, অ্যাম্বুলেন্স যাতে সময়ে পৌঁছাতে পারে, তার জন্য জ্বালানি ভরার টাকা গুগল পে-তে পাঠান প্রসব বেদনায় কাতর ওই মহিলার স্বামী। কিন্তু, তা সত্ত্বেও নির্দিষ্ট স্থানে আসেনি অ্যাম্বুলেন্স। যার ফলে রাস্তাতেই সন্তানের জন্ম দিলেন ওই মহিলা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলাঙ্গানার (Telangana) নির্মল জেলায়। প্রশাসনের দিকেই অভিযোগের আঙুল উঠছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে জেলা প্রশাসন।
ওই মহিলার নাম গঙ্গামণি। নির্মল জেলার প্রত্যন্ত গ্রাম থুলাসিপেতের বাসিন্দা গঙ্গামণি বৃহস্পতিবার সকালে রাস্তাতেই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। বর্তমানে অবশ্য তাঁরা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি।