দেশের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর যুদ্ধবিমানে আকাশে উড়ান। সুখোই 30 MK (Sukhoi 30 MK) ফাইটার জেটে উড়লেন রাষ্ট্রপতি। শনিবার সকালে অসম সফরে গিয়ে বায়ুসেনার ঘাটিতে 'গার্ড অফ অনার' দেওয়া হয় তাঁকে। সকাল ১০ টায় তাঁকে নিয়ে মাটি ছাড়ে যুদ্ধ বিমানটি। এদিন রাষ্ট্রপতির সঙ্গে বিমানে উপস্থিত ছিলেন মহিলা পাইলটরাও।
যুদ্ধবিমানে চড়ে ৩০মিনিট আকাশে ওরেন রাষ্ট্রপতি। এর আগে প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা যুদ্ধবিমানে চড়েছিলেন। ভারতীয় বায়ু সেনার মেরুদণ্ড হিসেবে পরিচিত সুখোই ফাইটার জেট, রাশিয়ার তৈরি যুদ্ধবিমানগুলি শব্দের চেয়ে বেশি গতিতে উড়তে পারে।