ভারতীয় সংসদে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের শাশুড়ি। আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবসে লেখক ও সমাজসেবী সুধা মূর্তিকে রাজ্যসভায় মনোনীত করা হল। সংসদের উচ্চকক্ষের সদস্য হিসেবে সুধা মূর্তিকে মনোনীত করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান রাজ্যসভায় ‘নারী শক্তির জয়’।
Shahjahan Sheikh : উপরওয়ালা তার বিচার করবেন, নিজাম প্যালেসে দাবি শেখ শাহজাহানের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রসঙ্গে জানান, ”আমি আনন্দিত যে ভারতের রাষ্ট্রপতি সুধা জিকে রাজ্যসভায় মনোনীত করেছেন। সামাজিক কাজ, জনহিতকর এবং শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে সুধা জির অবদান অপরিসীম এবং অনুপ্রেরণাদায়ক। রাজ্যসভায় তাঁর উপস্থিতি আমাদের জন্য একটি শক্তিশালী প্রমাণ। তাঁর একটি ফলপ্রসূ সংসদের মেয়াদ কামনা করছি "।