কেরলের এর্নাকুলাম জেলায় বিস্ফোরণের (Kerala Serial Blast) ঘটনা। এবার তদন্ত শুরু করেছে NIA। ঘটনাস্থলে কেরল পুলিশ ও NSG-র সদস্যরা। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, একটি টিফিন কৌটোর মধ্যে বিস্ফোরক রাখা ছিল। সকাল ৯টা ৪৭ মিনিটে প্রথম বিস্ফোরণে কেঁপে ওঠে কনভেনশন সেন্টারটি।
সূত্রের খবর, NIA-এর প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তুলনায় কম শক্তিশালী বিস্ফোরক ব্যবহার করা হয়। বিস্ফোরণ স্থল থেকে ব্যাটারি ও বৈদ্যুতিন তারের টুকরো পাওয়া গিয়েছে। তদন্তকারীরা মনে করছেন, অনেকটা সময় ধরে বিস্ফোরণটি ঘটনো হয়। আরও তদন্তের প্রয়োজন আছে বলেও মনে করা হয়েছে।
আরও পড়ুন: কেরলে বিস্ফোরণ, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা অমিত শাহের, ঘটনার তদন্তে NIA
বিস্ফোরণ কাণ্ডের পর ঘটনাস্থলে এসেছিলেন কেরল পুলিশের ডিজি দরবেশ সাহেব। বর্তমানে NIA তদন্ত করলেও তিনি, রাজ্য পুলিশ বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করে আলাদা তদন্ত চালাতে পারে। উল্লেখ্যে কেরলের এর্নাকুলাম জেলায় বিস্ফোরণে মৃত্যু হয়েছে একজনের। আহত হয়েছেন বেশ কয়েকজন।