ফের চিনে মাথাচাড়া দিয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট। বুধবার দেশের করোনা পরিস্থিতি নিয়ে জরুরি ভিত্তিতে বৈঠক সেরেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Union Health Ministry) । মাস্ক থেকে টিকাকরণ সবের উপরেই জোর দেওয়া হয়েছে। এদিকে, ভারতেও খোঁজ মিলেছে করোনার নয়া সাব ভ্যারিয়েন্টের। এই খবর প্রকাশ্যে আসতেই, বৃহস্পতিবার বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ।
Jadavpur University: ক্যাম্পাসে মদ্যপান-মাদক সেবনে ‘না’, ‘কড়া’ নিয়ম জারি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে
সামনেই বড়দিন। দেশের বিভিন্ন জায়গায় ভিড় উপচে পড়তে পারে। দু’বছর আগের অভিশপ্ত স্মৃতি মনে পড়লেই গা শিউরে ওঠে। তাই দেশে করোনা সংক্রমণ রুখতে আগেভাগেই সতর্ক কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ও অন্যান্য আধিকারিকরা।
বুধবার থেকে ভারতের প্রতিটি আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষা শুরু হচ্ছে। বিদেশ থেকে আগত উড়ানগুলির ক্ষেত্রে নজরদারি বাড়ানো হয়েছে। বিমানবন্দরগুলিকে বিভিন্ন বিধিনিষেধ মানতে নির্দেশ দিচ্ছে সরকার। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে কোভিড পরীক্ষা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সংগৃহীত নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য কেন্দ্রের অনুমোদিত ‘ইনস্যাকোগ’ পরীক্ষাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।