লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) প্রয়াণে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। বিজেপির একটি অনুষ্ঠানে তিনি জানালেন, "লতার গানের মাধ্যমে দেশকে চিনেছে গোটা বিশ্ব। তাঁর অনুপ্রেরণা শুধু সঙ্গীত জগতে সীমাবদ্ধ ছিল না। প্রধানমন্ত্রী জানান, "তাঁর সঙ্গে ও বহু মানুষের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ ছিল লতার।"
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "কিংবদন্তী গায়িকার প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ।" তাঁর মতে, প্রয়াত সুর সম্রাজ্ঞী মানবসভ্যতার এক অমূল্য উপহার। ৬ ফেব্রুয়ারি, ৯২ বছর বয়সে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লতা মঙ্গেশকর।
আরও পড়ুন: লতার স্মৃতিতে সোমবার অর্ধদিবস ছুটি ঘোষণা মমতার, আগামী ১৫ দিন বাংলায় বাজবে লতার গান
জানুয়ারির প্রথম দিকে কোভিড ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন লতা মঙ্গেশকর। আইসিইউ-তে তাঁকে ভর্তি করা হয়েছিল। শনিবার তাঁকে আইসিইউ-তে রাখার সিদ্ধান্ত নেয় তাঁর পরিবার। চিকিৎসকরা জানান, তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে। ভেন্টিলেশনে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলেও জানা যায়। চিকিৎসকরা জানিয়েছেন, মাল্টিপল অর্গান ফেলইওরে মৃত্যু হয় তাঁর।