প্রশ্নফাঁস করার অভিযোগ উঠল স্বয়ং স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধেই। আর তার ফলেই তাঁকে স্কুল কর্তৃপক্ষের রোষের মুখে পড়তে হল। নিজের ঘরের চেয়ারে বসেছিলেন প্রিন্সিপাল। ওই সময়েই স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা তাঁকে জোর করে চেয়ার থেকে তুলে দেন বলে অভিযোগ। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের একটি ইংরেজি মাধ্যম স্কুলের ঘটনা।
জানা গিয়েছে, ওই প্রিন্সিপালের নাম পারুল সলোমন। উত্তরপ্রদেশ পিএসসি-র রিভিউ অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট রিভিউ অফিসার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ওই স্কুলেরই এক কর্মী গ্রেফতার হন। তিনি গ্রেফতার হতেই প্রিন্সিপাল পারুলের এই ঘটনায় জড়িয়ে থাকার বিষয়টি প্রকাশ্যে আসে।
এই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, অভিযুক্ত প্রিন্সিপালের সেই চেয়ারে নবনিযুক্ত প্রিন্সিপালকে বসিয়ে হাততালি দিয়ে অভিনন্দন জানাচ্ছেন স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। ওই প্রিন্সিপালকে বহিষ্কারও করা হয়েছে।