একবার অপরাধ করে ফেললে, তা আর শুধরানো যায় না। খুন, রাহাজানি, ধর্ষণের মতো অপরাধ করলে বাকি জীবনটা জেলেই কেটে যায় বন্দিদের। নিজের কাছের মানুষ, স্বাভাবিক জীবনযাপনের পাশাপাশি বিসর্জন দিতে হয় সমস্ত শখ আহ্লাদও। এবার জেলবন্দিদের জন্য , সংশোধনাগারে একাধিক সুযোগ সুবিধা দিতে চলেছে মহারাষ্ট্র।
Animal Review : রণবীরের 'অ্যানিমাল' কি প্রত্যাশা পূরণ করতে পারল ? দর্শকদের মতামত কী, শুনে নিন
এবার থেকে জেলের মধ্যে পাওয়া যাবে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী সহ ১৭৩ টি জিনিস। ফুচকা থেকে আইসক্রিম, সুগার ফ্রি মিষ্টি থেকে কফি পাউডার, পিনাট বাটার। টিশার্ট থেকে শর্টস মিলবে জেলেই। শুধু তাই নয়, চাইলে বন্দিরা করতে পারবেন রূপচর্চাও। অর্থাৎ চুলে রঙ থেকে ফেসিয়াল ফেসওয়াস সব করা যাবে, মাদকের নেশা ছাড়ানোরট্যাবলেটও পাওয়া যাবে। এই প্রসঙ্গে জেলের এডিজিপি অমিতাভ গুপ্ত জানান , বন্দিদের মানসিক স্বাস্থ্যের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছুজিনিস নাগালের মধ্যে পেলে সামগ্রিক ভাবে বন্দিদের উন্নতি হবে বলে মত তাঁর।