এবার বেসরকারি কোচিং সেন্টারগুলির জন্য নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার। নয়া নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে, কোনওভাবেই ১৬ বছরের কম বয়সিদের আর ভর্তি নিতে পারবে না তারা। দেশের সব রাজ্যের কোচিং সেন্টারগুলিকে এই নির্দেশিকা মেনে চলতে হবে।
নির্দেশিকায় কী বলা হয়েছে?
ভর্তি নেওয়ার পাশাপাশি বিভ্রান্তিকর বিজ্ঞাপনও দেওয়া যাবে না। এবং কোনও প্রতিশ্রুতির কথাও বিজ্ঞাপনে যাতে না থাকে সেদিকে নজর দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার এই নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।
কী শাস্তি হতে পারে?
কোচিং সেন্টারগুলিকে নির্দিষ্ট নিয়মগুলি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। যদি কোনও কোচিং সেন্টার এই নির্দেশ অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে। শাস্তিস্বরূপ জরিমানা এবং প্রয়োজনে ওই কোচিং সেন্টারের রেজিস্ট্রেশন বাতিল করা হতে পারে।
Read More- রাজ্যের ছয় জেলা থেকে অযোধ্যার উদ্দেশে উড়বে হেলিকপ্টার, পদক্ষেপ উত্তরপ্রদেশ সরকারের
অতিরিক্ত ব্যবস্থা
অন্যদিকে পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দিতে বলা হয়েছে। প্রয়োজনে পড়ুয়াদের কাউন্সেলিংয়ের কথাও জানানো হয়েছে। এমনকি, টাকার অঙ্কের সামঞ্জস্য আনতে হবে। অতিরিক্ত টাকা নেওয়া যাবে না।