হিজাব বিতর্কে সরব হলেন প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। কর্নাটকে (Karnataka) কলেজ পড়ুয়াদের হিজাব পরে ক্লাসে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা নিয়ে তোলপাড় চলছে দেশজুড়ে। বুধবার এই বিতর্কে মুখ খুললেন কংগ্রেস নেত্রী। তাঁর কথায়, ''বিকিনি, ঘোমটা, জিন্স কিংবা হিজাব। কী পোশাক পরবেন, তা মহিলাদের একান্তই ব্যক্তিগত পছন্দ। ভারতের সংবিধান তাঁদের এই অধিকার দিয়েছে। মহিলাদের হেনস্থা করা বন্ধ করুন।'' প্রিয়াঙ্কা হ্যাশট্যাগে লেখেন #ladkihoonladsaktihoon. সেই টুইটের কমেন্ট বক্সে থাম্বস আপ দিতে দেখা গিয়েছে রাহুল গান্ধীকে (Rahul Gandhi)।
ইতিমধ্যে হিজাব বিতর্কে মুখ খুলএছেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই। টুইটারে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন শেয়ার করে মালালা লেখেন, ‘পড়াশোনা এবং হিজাবের মধ্যে কোনও একটা বেছে নিতে আমাদের বাধ্য করছে কলেজ। মুসলিম মহিলাদের যাতে কোণঠাসা না করা হয়, সেই বিষয়টি ভারতীয় নেতাদের অবশ্যই দেখতে হবে।’