মহুয়া মৈত্রর লোকসভার সদস্যপদ বাতিল করার প্রতিবাদে বিক্ষোভে সামিল হলেন INDIA জোটের শরিক দলগুলি। গান্ধিমূর্তির পাদদেশে তাঁরা বিক্ষোভ দেখা শুরু করেন। বিকালে সাড়ে চারটের কিছু আগে শুরু হওয়া ওই বিক্ষোভে উপস্থিত ছিলেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধি, কার্তি চিদম্বরম, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায় সহ একাধিক রাজনৈতিক দলের নেতা নেত্রীরা।
মহুয়া মৈত্রের সদস্যপদ বাতিল করার পর লোকসভা থেকে ওয়াকআউট করেছিলেন বিরোধীরা। তারপর তাঁরা সকলেই এই সিদ্ধান্তের প্রতিবাদে সামিল হয়েছিলেন।
টাকা নিয়ে প্রশ্ন করার অভিযোগ ওঠে মহুয়া মৈত্রের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে লোকসভার এথিক্স কমিটি। তদন্ত শেষে একটি রিপোর্ট পেশ করে এথিক্স কমিটি। যেখানে মহুয়াকে বহিষ্কার করার সুপারিশ করা হয়েছিল। লোকসভায় সেই রিপোর্ট জমা পড়ে। এবং লোকসভার শীতকালীন অধিবেশনে ওই রিপোর্ট নিয়ে আলোচনা হয়। ভোটাভুটির মাধ্যমে মহুয়া মৈত্রর লোকসভার সদস্যপদ বাতিল করা হয়।