২২ বছর আগের সংসদ হামলার স্মৃতি উস্কে, দুই বিক্ষোভকারী একজন পুরুষ এবং একজন মহিলা রঙ বোমা ছুড়তে থাকেন বলে অভিযোগ। ভিডিয়োতে দেখা যায়, সংসদে হলুদ ধোঁয়া ছড়িয়ে পড়েছে। পুলিশ ট্রান্সপোর্ট ভবনের সামনে ওই দুই বিক্ষোভকারীকে আটক করে। ওই বিক্ষোভকারীদের একজন অমল শিন্ডে, তিনি মহারাষ্ট্রের বাসিন্দা। এবং অন্য জন নিলাম সিং তিনি হরিয়ানার বাসিন্দা বলে জানা গিয়েছে। দিল্লি পুলিশের হাতে আটক হয়েছেন সাগর শর্মা নামে এক জন, জানা যাচ্ছে তিনিই ‘মাস্টারমাইন্ড’ । শীতকালীন অধিবেশন চলছিল সংসদে, তখনই এই ঘটনা ঘটে। ইতিমধ্যেই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন লোকসভার স্পিকার।
Security Breach In Parliament: সংসদে বড়সড় নিরাপত্তা গাফিলতি! রং বোমা নিয়ে ঢুকে পড়ল ২ যুবক, আতঙ্ক
উল্লেখ্য, ২০০১ সালের ১৩ ডিসেম্বর সংসদে জঙ্গি হামলার ঘটনা ঘটে। এদিনও অন্য দিনের মতো শীতকালীন অধিবেশন চলছিল। এমন সময় দুই যুবক সভার মাঝে লাফিয়ে পড়েন। এবং রং বোমা ছুড়তে শুরু করেন।