Agneepath Effect in South India : অগ্নিপথ বিক্ষোভ এবার দক্ষিণেও, সেকেন্দ্রবাদেও নিশানায় রেল, ট্রেনে আগুন

Updated : Jun 24, 2022 12:44
|
Editorji News Desk

উত্তরের প্রান্ত ছাড়িয়ে অগ্নিপথের বিরুদ্ধে বিক্ষোভের আঁচ এবার দক্ষিণেও। শুক্রবার তেলঙ্গনাতেও নিশানা সেই রেলকেই। সেকেন্দ্রবাদ স্টেশনে ট্রেনে আগুন দেওয়ার অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে। সকাল থেকেই সেকেন্দ্রবাদে বিক্ষোভ দেখাতে জড়ো হয়েছিলেন বিক্ষোভকারীরা। পুলিশ দিয়ে তাঁদের প্রথমে ঠেকানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু নিরাপত্তার বেড়া ভেঙে বিক্ষোভকারীরা স্টেশনের মধ্যে ঢুকে পড়ে। তারপরেই ট্রেনে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। 

এদিন সকাল থেকেই বিহার, উত্তরপ্রদেশে নিশানা করা হয় রেলকে। বিহারের লখিসরাই ও উত্তরপ্রদেশের বালিয়াতেও ট্রেনে আগুন লাগানো হয়েছে। লখিসরাইয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে জম্ম-তাওয়াই এক্সপ্রেসের তিনটি বগি। গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। জম্মু-কাশ্মীরে সফরে গিয়ে এদিনের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-ও। 

বৃহস্পতিবারই অগ্নিপথের বিরুদ্ধে বিক্ষোভের জেরে ভারতীয় সেনায় অগ্নিবীর নিয়োগে বেশ কিছু নিয়ম শিথিলের কথা ঘোষণা করেছিল কেন্দ্র। কিন্তু তাতেও চিঁড়ে ভেজেনি। সকাল থেকেই উত্তাল ছিল বিহার এবং উত্তরপ্রদেশের একাধিক এলাকা। সেই আঁচ এবার ছড়াল দক্ষিণের রাজ্য তেলঙ্গনাতেও। সেনায় শূন্যপদ ও যোগ্যতার ভিত্তিতে চতুর্থ বছরের শেষে সেই ব্যাচের সর্বাধিক ২৫ শতাংশ অগ্নিবীরকে সেনায় অন্তর্ভুক্ত করা হবে। বাকিদের ১১-১২ লক্ষ টাকা হাতে দিয়ে পাঠানো হবে অবসরে। থাকবে না কোনও পেনশন। রাজ্যে রাজ্যে আন্দোলন শুরুর পরে বৃহস্পতিবার রাতে প্রতিরক্ষা মন্ত্রক যোগদানের বয়সসীমা এককালীন বাড়িয়ে ২৩ করেছে।

FireTrainProtestAgneepath Scheme

Recommended For You

editorji | ভারত

Mumbai News : বাঁক খেতে গিয়ে ফেরিতে ধাক্কা, মুম্বইয়ে ভাইরাল নৌ-সেনার স্পিড বোটের ভিডিও

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর

editorji | ভারত

One Nation One Vote : কেমন হবে ভোট দানের চরিত্র, সিদ্ধান্ত এবার JPC-র কোর্টে

editorji | ভারত

ABHA Card: স্বাস্থ্য পরিষেবা নিয়ে এবার বিশেষ অ্যাকাউন্ট, লিঙ্ক করতে হবে আধার

editorji | ভারত

Fake International Call: আন্তর্জাতিক নম্বর থেকে ভুয়ো কল! হোয়াটসঅ্যাপে স্প্যাম থেকে বাঁচতে কী করবেন