দূরপাল্লার ট্রেনে একা মহিলা যাত্রীর যাতায়াত মুশকিল ছিল। এবার দূরপাল্লার ট্রেনে মহিলাদের জন্য আলাদা কোচের ব্যবস্থা করবে ভারতীয় রেল। ট্রেনে ভ্রমণ করার সময়ে তাদের নিরাপত্তা সুরক্ষিত করতে এই পরিকল্পনা নিয়েছে ভারতীয় রেল। শনিবার হাওড়া স্টেশনে একাধিক যাত্রী পরিষেবা ব্যবস্থা পর্যালোচনা করে রেল দফতরের প্রতিমন্ত্রী দর্শনা জারদোশ এই সিদ্ধান্তের কথা জানান।
আরও পড়ুন: কাতারে ফেভারিট নয় আর্জেন্টিনা, সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিলেন লিওনেল মেসি
ভারতীয় রেল জানায়, এককভাবে যাত্রা করা মহিলাদের জন্য দূরপাল্লার ট্রেনে থাকবে নির্দিষ্ট কোচের ব্যবস্থা। সংরক্ষিত ক্ষেত্রেও তা কার্যকর করা হবে। এই ব্যবস্থা যে দূরে নিত্যযাত্রী মহিলাদের জন্য বেশ কার্যকর হবে, তা বলাই বাহুল্য। এদিন হাওড়া স্টেশন ঘুরেও দেখেন মন্ত্রী।
দীর্ঘদিন ধরেই একা মহিলা যাত্রীদের নিরাপত্তা নিয়ে বিকল্প ভাবছিল রেল। আলাদা কোচ করা হলে, সেখানে নিশ্চিন্তে যাত্রা করতে পারবেন মহিলারা। রেলের এই সিদ্ধান্তের ফলে অনেকটাই সুবিধা পাবেন মহিলা যাত্রীরা। দলবেঁধে গেলেও রেলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকবে না বলে মনে করা হচ্ছে।