কুসংস্কারের মতো 'অভিশাপ' আজও দেশের ছত্রে ছত্রে যে দাপিয়ে বেড়াচ্ছে, ফের তার প্রমাণ মিলল। এক গৃহবধূকে জোর করে মৃত মানুষের হাড়ের গুঁড়ো খাওয়ানোর অভিযোগ উঠল। অভিযোগ সন্তানপ্রাপ্তির আশায় এক তান্ত্রিকের কথায় জোর করে তাঁকে হাড়ের গুঁড়ো খাওয়ায় তাঁর স্বামী এবং শ্বশুর বাড়ির লোকজন৷ এই নৃশংস ঘটনা ঘটেছে পুণেতে। গৃহবধূ আরও জানান বিয়ের পর থেকেই তাঁর উপর অত্যাচার করা হত। টাকা, সোনা, দানা চেয়ে চাপ সৃষ্টি করা হত৷ তার উপর সন্তান না হওয়ায় অত্যাচারের মাত্রা বাড়ে, আর সহ্য না করতে পেরেই পুলিশের দারস্থ হন গৃহবধূ।
পুণে সিটি পুলিশের তরফে ডেপুটি কমিশনার সুহেল শর্মা জানান, “ভারতীয় দণ্ডবিধির ৪৯৮ এ, ৩২৩, ৫০৪, ৫০৬ ধারা এবং কুসংস্কার (Superstitions) বিরোধী ৩ ধারায় সাতজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।”