আর দিনকয়েক পরেই আলোর উৎসব দীপাবলি (Diwali 2023)। আর উৎসব মানেই মিষ্টিমুখ। সেই কারণেই দীপাবলি উপলক্ষে অভিনব উদ্যোগ নিল এক মিষ্টি বিপণী সমিতি। এই বছর দীপাবলিতে সাধারণ মানুষের জন্য বাজার দরের থেকেও অল্প দামে লাড্ডু আর নিমকি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে এই সমিতি।
মূলত স্থানীয় ব্যবসায়ী এবং ছোট ব্যবসায়ীদের নিয়ে তৈরি এই সমিতি। যেটি পুনে শহরের খ্যাত 'পুনা মার্চেন্ট চেম্বার' (Poona Merchants Chamber) নামে পরিচিত। এই সমিতির সভাপতি জানিয়েছেন, এটি তাঁদের সংস্থার ৩৬তম দীপাবলি উৎসব। সেই কারণেই এই বছর দীপাবলির মিষ্টি বিশেষ করে লাড্ডু এবং চিভদা সাধারণ নাগরিকদের কাছে বাজার মূল্যের চেয়েও কম দামে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু পুনেতে নয়। গোটা দেশের বিভিন্ন জায়গায় এই লাড্ডু পৌঁছে দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন - কেদারনাথে চা-বিলি রাহুল গান্ধীর, দর্শণার্থীদের সঙ্গে মজলেন আড্ডায়, তুললেন সেলফি
ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ৪০০ থেকে ৫০০ জন শ্রমিক দিন-রাত এক করে মিষ্টি প্রস্তুত করছেন। মোট ২.৫ লক্ষ কিলো লাড্ডু তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই বিপণীতে বাজার দরের থেকে ৫০ শতাংশ কম দরে লাড্ডু বিক্রি করা হচ্ছে। কারণ লাভ কিংবা লোকসান নয়, এই উদ্যোগের একমাত্র উদ্দেশ্য হল দীপাবলিতে প্রত্যেকের ঘরে মিষ্টি পৌঁছে দেওয়া।