বিলাসবহুল পোর্শে গাড়ির ধাক্কায় দুজনের মৃত্যুর ঘটনায় গাড়ির চালক নাবালক হওয়ায় তাঁকে শর্তসাপেক্ষ জামিন দেওয়া হলেও কিশোর চালকের বাবাকে গ্রেফতার করল পুলিশ।
ওই নাবালককে ১৫ দিন ট্রাফিক পুলিশের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছে জুভেনাইল আদালত। পাশাপাশি নাবালককে গোটা দুর্ঘটনা নিয়ে 'রচনা' লিখতে নির্দেশ দেওয়া হয়েছে।
পুনের কল্যাণীনগরে রবিবার মাঝরাতে একটি বাইককে পিছন থেকে ধাক্কা মারে বেপরোয়া গতিতে ছুটে আসা পোর্শে গাড়ি। পুলিশ জানিয়েছে, ১৭ বছরের এক নাবালক গাড়িটি চালাচ্ছিল। তাই আইন ভাঙার কারণে তাকে গ্রেফতার করে জুভেনাইল আদালতে চালান করা হয়।
চালকের বাবা পেশায় রিয়াল এস্টেট ডেভেলপার।