কর্পোরেটে কাজ করেন যাঁরা, তাঁদের কাছে অফিসটা দ্বিতীয় বাড়ির মতো । কারণ দিনে ২৪ ঘণ্টার মধ্যে ১০ থেকে ১২ ঘণ্টা ওই চার দেওয়ালের মধ্যেই কাটে । অফিসের সতীর্থরাই হয়ে ওঠে পরিবারের মতো । যেখানে প্রতিদিন নতুন কিছু শিখছেন আপনি, হ্যাঁ চ্যালেঞ্জ তো আছে, সেইসঙ্গে কাজের স্ট্রেস, টার্গেট পূরণের চাপ কম নেই । অফিসের পরিবেশটা যদি ভাল হয়, তাহলে কাজ করা অনেক সহজ হয় । কিন্তু, অফিসের পরিবেশ টক্সিক হয়, তাহলে কাজ করার ইচ্ছেটাই চলে যায় । ধরুণ আপনি অফিস যাচ্ছেন, যেখানে কখনও আপনাকে নিয়ে সতীর্থদের মধ্যে ফিসফাস হচ্ছে, কিংবা রোজ বসের বকুনি, সবসময় মুখ বুজে কাজ, একটা সময় বোরিং হয়ে ওঠে । ফলে কী হচ্ছে, কাজের প্রোডাক্টিভিটি কমছে । মানসিক স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে । ডিপ্রেশনে ভুগছেন । সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় এমন তথ্য উঠে আসছে ।
কয়েক মাস আগেই একটা ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে দেখা গিয়েছিল, এক ব্যক্তি তাঁর অফিসের শেষ দিনে বসের সামনে চাকরি ছাড়ার জন্য ঢাক, ঢোল নিয়ে নাচ করে সেলিব্রেট করেছেন । বিশেষজ্ঞরা বলছেন, অফিসের'ওয়ার্ক কালচার' উন্নত হওয়া প্রয়োজন । এই যদি ধরুন আপনার অফিস মিটিং রুমে মিটিংয়ের পাশাপাশি যদি একটু নাচ-গান হয়, তাহলে ? সম্প্রতি এমনটা ঘটেছে ।
কর্পোরেট সংস্থা । নতুন কাজে যোগ দিয়েছেন । আপনার প্রথম অফিস মিটিং । দুরু দুরু বুকে ঢুকলেন অফিস কনফারেন্স রুমে । একটু নার্ভাস, কী বলবেন, কীভাবে বলবেন...মনের মধ্যে সবসময় একটা ভয় । মিটিংয়ে সাধারণত কী হয়, একটা নির্দিষ্ট সময়ে অফিস নিয়ে, অফিসের কাজ নিয়ে গুরুগম্ভীর আলোচনা । আগামীর পরিকল্পনা নিয়ে আলোচনা । কিন্তু, কোনও মিটিংয়ে দেখেছেন নাচ-গান-আড্ডার পরিবেশ ? সম্প্রতি, সেরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটপাড়ায় ।
ভাইরাল হওয়া ভিডিওটি শেয়ার করেছেন অঞ্জলি পাটওয়াল । দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে চলছে ভাগ মিলখা ভাগ ছবির গান রংরেজ । মন খুলে নাচছেন অঞ্জলি । নাচ শেষের পর করতালিতে ফেটে পড়ে । না, এটা কোনও অনুষ্ঠান নয় । অফিস মিটিং রুম । হ্যাঁ ঠিকই শুনেছেন । ভিডিওটি শেয়ার করে অঞ্জলি ক্যাপশনে লিখেছেন, 'আপনি যখন আপনার হবিতে লেখেন 'নাচ', তাহলে আপনার প্রথম টিম মিটিং-টা ঠিক এমনই হয় ।' অবসর সময়ে নাচ করতে ভালবাসেন তিনি। তাই সকলে মিলে অঞ্জলিকে নাচ করার অনুরোধ করেছিলেন। অনুরোধ রাখতেই কনফারেন্স রুমের ভিতর নেচেছিলেন অঞ্জলি।
নেটপাড়ায় তুমুল ভাইরাল হয়েছে ভিডিওটি । সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে অঞ্জলির ভিডিও । কমেন্টের বন্যা বইছে । কেউ লিখেছেন 'টিম মিটিংয়ে আমাদের নিশ্চিতভাবে আরও সৃজনশীল হওয়া প্রয়োজন । অনেকে লিখেছেন, 'অফিস মিটিংয়ে অফিসের লোকদের সামনে এটা করতে সাহস লাগে'। কেউ লিখেছেন, এবার তো প্রোমোশন পাকা ।
ভাইরাল ভিডিওটি আরও একটি প্রশ্ন তুলছে নেটপাড়ায় । অফিসের ওয়ার্ক কালচার নিয়ে । অনেকে বলছেন, অফিসে কাজের পরিবেশ এমনই হওয়া উচিৎ । যেখানে কাজের মধ্যে আনন্দ আনবে, কর্মক্ষেত্রকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে ।