পাঞ্জাবে (Punjab) নির্বাচনী সভায় যাওয়ার পথে কৃষক বিক্ষোভে আটকে পড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Modi) কনভয়। ফিরে যেতে বাধ্য হন তিনি। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তাদের দাবি, নিরাপতৃতায় গাফিলতি ছিল। সেই দাবি উড়িয়ে দিয়েছে পাঞ্জাবের রাজ্য সরকার। এবার এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করল চরণজিৎ সিং চান্নির (Charanjit singh Channi) সরকার।
মোদীর কনভয় আটকে থাকার ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে ওই কমিটিকে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: CDS Bipin Rawat Death: পাইলটের ভুলেই বিপিন রাওয়াতের কপ্টার দুর্ঘটনা? তদন্তকারীরা কী বলছেন?
এই তদন্ত কমিটিতে আছেন অবসরপ্রাপ্ত বিচারপতি মেহতাব সিংহ গিল, রাজ্য স্বরাষ্ট্র দফতরের প্রধান সচিব এবং বিচারপতি অনুরাগ বর্মা।
প্রধানমন্ত্রীর কনভয় আটকে থাকার ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে। সেখানে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে পাশাপাশি পাঞ্জাবের মুখ্যসচিবকে অপসারণের দাবিও জানানো হয়েছে।