মাসির বাড়ি ঘুরে এবার জগন্নাথ দেবের ফিরে যাওয়ার পালা। বুধবার উল্টো রথ। রথযাত্রা উপলক্ষে পুরীর মন্দিরে উপচে পড়া ভিড়। এই আবহেই কড়া নিরাপত্তা পেরিয়ে ফের ভাইরাল মন্দিরের ভিতরের গর্ভগৃহের ভিডিও। জানা গিয়েছে এক ব্যক্তি মন্দিরের ভিডিও করে ইনস্টাগ্রামে পোস্ট করে দেন আর তাতেই তা ভাইরাল হয়ে যায়।
Vegetable Price: আকাশ ছোঁয়া টমেটো, লঙ্কা! প্রতি কেজি দাম ছাড়াল ১০০টাকা
রোহিত জসওয়াল নামে ওই ব্যক্তি রথযাত্রা উপলক্ষে বারাণসী থেকে পুরী গিয়েছিলেন। খবর, সেই সময় সকলের চোখ এড়িয়ে গর্ভগৃহে ঢুকে পড়েন ওই ব্যক্তি। তখনই নানান ভিডিও করেন ওই ব্যক্তি, যেখানে ক্যামেরা নিয়ে ঢোকা নিষিদ্ধ। এই মুহূর্তে রথযাত্রা উপলক্ষে তিন বিগ্রহ রয়েছে গুণ্ডিচা মন্দিরে। উল্টোরথে পুরীর মন্দিরে ফিরবেন জগন্নাথ, বলরাম সুভদ্রা। তার আগে এই ঘটনায় শোরগোল পরে গিয়েছে সৈকত শহরে।