এএসআই-এর দাবি ওড়াল ওড়িশা সরকার| রথের পর পুরী মন্দিরের রত্নগর্ভ ভাণ্ডার খুলে দেওয়া হবে বলে দাবি করেছিলেন | কিন্তু, ওড়িশা সরকার জানিয়ে দিল পুরীর ম্যানেজমেন্ট কমিটির থেকে এখনও পর্যন্ত কোনও নির্দেশিকা আসেনি |
সেরাজ্যের আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন জানিয়েছেন, ওড়িশা সরকার বা মন্দিরের তরফে এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি | প্রস্তাব এলে, পরে সেই মতো পদক্ষেপ করা হবে |
উল্লেখ্য, মন্দিরের গোপন কক্ষে সাতটি ঘর আছে, সেগুলিই রত্নভাণ্ডার বলে পরিচিত | ১৯৭৮ সালের পর প্রায় সাড়ে চার দশক ধরে বন্ধই রয়েছে এই রত্ন ভাণ্ডার |