‘দিদি নং ওয়ান’-এর সোজা দিল্লি পাড়ি | মঙ্গলবার প্রথম বার সংসদে পা রাখেন হুগলির নবনির্বাচিত সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়| সকলের সঙ্গে শপথ বাক্যও পাঠ করেন রচনা | রাজনীতির কেরিয়ারে তিনি নবীশ, তবুও হুগলির মতো কেন্দ্র থেকে তিনি জিতে ফিরেছেন| এবার সংসদে নতুন মাস্টারমশাই পেলেন রচনা|
রচনা জানিয়েছেন সুদীপ দার (সুদীপ বন্দ্যোপাধ্যায়) থেকে গাইডেন্স নিচ্ছেন রচনা| রচনা বললেন, "সুদীপদা (সুদীপ বন্দ্যোপাধ্যায়) খুব ইনোভেটিভ। ওনার ভাষণে আমি মুগ্ধ হয়ে গেছি। অন্যদিকে ‘মাস্টারমশাই’ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও জানান, "নবাগতদের এই আগ্রহ থাকাটা খুব প্রয়োজন। সঙ্গে দরকার অধ্যাবসায়। যেটা রচনার মধ্যে রয়েছে।"