আজ নয় তো কাল দিল্লির মসনদে সরকার তৈরি করবে ইন্ডিয়া জোট। গত ৪ জুন লোকসভা ভোটের ফল ঘোষণার পর এই দাবি করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সুরই এবার শোনা গেল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর গলাতেও। ব্রিটিশ এক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে রাহুলে দাবি, যে কোনও দিন পড়ে যেতে পারে নরেন্দ্র মোদীর সরকার। কারণ, এই সরকারের ভিত বড়ই নড়বড়ে।
৪০০ পারের লক্ষ্য নিয়ে লোকসভার ময়দানে নেমে ২৪০ আসনে থমকে এবার গিয়েছে বিজেপি। গতবারের থেকে ৬০ আসন কম পেয়েছে তারা। যদিও ২৯২ আসনে জিতে ইতিমধ্যেই দিল্লিতে তৃতীয়বার সরকার গঠন করেছে এনডিএ জোট। তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী।
ওই ব্রিটিশ পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে রাহুল জানিয়েছেন, এবারের নির্বাচনী অঙ্কে এক ভঙ্গুর অবস্থায় রয়েছে সরকার। যেখানে মতবিরোধ হলে সরকার পড়ে যেতে পারে। ফলে বর্তমান প্রেক্ষাপটে এখন নরেন্দ্র মোদীর অস্তিত্ব রক্ষার লড়াই। কংগ্রেস সাংসদের দাবি, এবারের ভোটে ধুয়ে মুছে সাফ হয়েছে ধর্মীয় মেরুকরণের তাস।