সাংসদ পদ খারিজের সিদ্ধান্ত প্রকাশ্যে আসার বেশ কয়েক ঘণ্টা পর নীরবতা ভাঙলেন রাহুল গান্ধী। শুক্রবার বিকেলে একটি টুইট করেছেন রাহুল, লিখেছেন ‘‘দেশের কণ্ঠস্বরের জন্য লড়াই করছি। যে কোনও মূল্য চোকাতে প্রস্তুত।’’
‘মোদী’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের মামলায় বৃহস্পতিবার রাহুলকে ২ বছরের কারাদণ্ড শুনিয়েছে গুজরাতের সুরাট জেলা আদালত। তার পরেই তাঁর সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়। লোকসভার এই সিদ্ধান্তের চরম বিরোধিতা করেছে কংগ্রেস।
Moon and Venus: এক ফালি চাঁদের তলায় শুকতারার আশ্রয়, বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী কলকাতা
'সত্যি বলার সাজা পেলেন', রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করার সিদ্ধান্তে এমনই প্রতিক্রিয়া কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খারগের। মোদী পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের মামলায় রাহুল গান্ধীর ২ বছরের সাজা ঘোষণা হয়েছিল। তার পরেই তাঁর সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়। লোকসভার এই সিদ্ধান্তের চরম বিরোধিতা করেছে কংগ্রেস।