২০১৪-এর লোকসভার আগে জনসংযোগ বাড়াতে বিজেপি বেছে নিয়েছিল 'চায় পে চর্চা' কৌশল। একদশক পর সেই একই কৌশল ব্যবহার করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী? কেদারনাথ সফরে গিয়ে দর্শনার্থীদের হাতে তুলে দিলেন গরম চা, করলেন খোশ গল্পও।
সোমবার ভোরে হেলিকপ্টারে কেদারনাথে পৌঁছন রাহুল। তাঁকে স্বাগত জানান মন্দিরের পুরোহিত, সেবায়েত এবং উত্তরাখণ্ড কংগ্রেসের কর্মীরা। হঠাৎই একটি চায়ের দোকানে দাঁড়িয়ে পড়ে অন্য দর্শনার্থীদের চা দিতে থাকেন রাহুল। ওয়ানাড়ের সাংসদ নিজে হাতে সকলকে চায়ের কাপ এগিয়ে দিচ্ছেন শুনে দোকানের সামনে ভিড় জমে যায় রীতিমতো। দর্শনার্থীদের সঙ্গে বেশ গল্প আড্ডার মেজাজেই দেখা যায় রাহুলকে। দেদার ফটোসেশনও চলে।
কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, রাহুলের এই উত্তরাখণ্ড সফর তাঁর ভারত জোড়ো যাত্রা কর্মসূচির বর্ধিত অংশ। এর আগে অমৃতসরের স্বর্ণমন্দিরে গিয়ে সেখানকার ‘সেবা’ কাজে নিজেকে যুক্ত করেছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।