Rahul Gandhi Arrest Warrent: 'মোদী পদবী' মানহানি মামলায় ২ বছরের জেল রাহুলের, জামিনও পেলেন কংগ্রেস নেতা

Updated : Mar 23, 2023 14:21
|
Editorji News Desk

'মোদি পদবী' মানহানি মামলায় জামিন পেলেন রাহুল গান্ধী (Rahul Gandhi) । এদিন, গুজরাতের সুরাট জেলা আদালতে মামলার শুনানি চলছিল । সেখানেই আদালত রাহুলকে দোষী সাব্যস্ত করে । দুই বছরের জন্য জেলের নির্দেশ দেয় । এরপরই জামিনের আবেদন করেন রাহুল । কংগ্রেস বিধায়কের জামিনের আবেদন মঞ্জুর করে আদালত ।   উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাহুল মোদীকে কটাক্ষ করে বলেছিলেন, "সব চোরেদের পদবী মোদী হয় কী করে?" রাহুলের এই মন্তব্যের পরই মানহানির মামলা করে বিজেপি (BJP) ।

এদিন, সকালে সুরাট জেলা আদালতে মামলা চলাকালীন উপস্থিত ছিলেন রাহুল গান্ধী । সেখানেই তিনি দোষী সাব্যস্ত হন । জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী দু’বছর বা তার বেশি মেয়াদের জেলের সাজা হলে সাংসদ-বিধায়কদের পদ খারিজ হতে পারে । সেই আশঙ্কায় রাহুলের আইনজীবী তাঁর মক্কেলের সাজা কমানোর আবেদন জানিয়েছেন আদালতে । রাহুলের মন্তব্যে কারও ক্ষতি হয়নি বলে আদালতে দাবি করেন তিনি । জানা গিয়েছে, ৩০ দিনের জন্য় জামিন পেয়েছেন কংগ্রেস নেতা ।

আরও পড়ুন, Jharkhand News : ঝাড়খণ্ডের গিরিডিতে আসামী ধরতে গিয়ে চার মাসের শিশুকে পিষে মারার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
 

২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে মোদী পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী । রাফাল দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন তিনি । কর্নাটকের কোলারে একটি জনসভা চলাকালীন রাহুল গান্ধী মন্তব্য করেছিলেন, “সমস্ত চোরেদের নামেই কেন মোদী রয়েছে ? সে নীরব মোদীই হোক, বা ললিত মোদী কিংবা নরেন্দ্র মোদী?” এই মন্তব্যের প্রেক্ষিতেই সুরাটের বিজেপি বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী পুর্ণেশ মোদী রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা করেন । তাঁর অভিযোগ,গোটা মোদী সম্প্রদায়কেই অপমান করেছেন রাহুল ।

Rahul GandhiGujaratModi Surname

Recommended For You

Prashant Kishor Arrest : অনশন হঠিয়ে পাটনায় গ্রেফতার করা হল প্রশান্ত কিশোরকে
editorji | ভারত

Prashant Kishor Arrest : অনশন হঠিয়ে পাটনায় গ্রেফতার করা হল প্রশান্ত কিশোরকে

editorji | ভারত

Blinkit: দুয়ারে অ্যাম্বুল্যান্স! ১০ মিনিটে পৌঁছে দেবে Blinkit

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Pass-Fail System : নিজেদের নীতিতেই ভোলবদল মোদী সরকারের, পঞ্চম থেকে অষ্টমে ফিরছে পাস-ফেল